আগামী ২৬ জুলাই ২০১৭ ইং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ দুই বছর পূর্ণ হতে চলছে।চট্টগ্রাম বাসীর অনেক আশা আকাঙ্খা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের উপর।বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সহ সভাপতি , চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ আরো অনেক গুরুত্ব পূর্ণ দায়িত্ব সফলতার সাথে সম্পন্ন করা এই নেতার চট্টগ্রাম

30 votes
তিনি সফল হয়েছেন।
 
20% / 6 votes
আপনার প্রত্যাশা অনুযায়ী তিনি এগিয়ে যাচ্ছেন।
 
37% / 11 votes
আপনি মেয়র মহোদয়ের মাধ্যমে নাগরিক সুবিধা ভোগ করতে পারছেন না।
 
3% / 1 vote
তিনি প্রত্যাশা পূরনে ব্যর্থ হয়েছেন।
 
0% / 0 votes
আপনি আশাবাদী যে বাকি তিন বছরে তিনি দ্বায়িত্ব যথাযথ পালন করবেন এবং সফল হবেন।
 
27% / 8 votes
আপনি মেয়র মহোদয়ের মাধ্যমে নাগরিক সুবিধা ভোগ করতে পারছেন।
 
13% / 4 votes


Click here to share poll on specific pages, user profiles or purchase votes!